Wellcome to National Portal

জেলা সরকারি গণগ্রন্থাগার, যশোর খোলা থাকে প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত এবং গ্রন্থাগার বন্ধ থাকে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহ ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

জ্ঞানমনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাষ্ট্রের জনগোষ্ঠির সক্ষমতা অনুযায়ী নিবিড় প্রত্যাশা পূরণ করা অন্যতম কাজ। বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য প্রযুক্তি সম্বলিত সেবা প্রদান করা এ প্রয়াসের  অন্তর্ভূক্ত। উক্ত লক্ষ্য অর্জনে জেলা সরকারি গণগ্রন্থাগার, যশোরে বিগত তিন বছরে ২৯০৩ সংখ্যক পুস্তক সরবরাহ করে ২৩৭৯০ জন পাঠককে সেবা প্রদান করা হয়েছে। বিভিন্ন জাতীয় দিবসভিত্তিক রচনা, বইপাঠ, ছড়া, চিত্রাঙ্কন, কুইজ ও আবৃত্তির মাধ্যমে ১২১ জন বিজয়ীদের  বই, সনদ এবং গাছ প্রদান করা হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগার ওয়েব পোর্টাল তথ্য বাতায়নে সংযুক্ত করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসটি প্রতিবছর যথারীতি পালন করা হচ্ছে।